Header Ads

বিরাটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা নাগালের।


নজরবন্দি ব্যুরোঃ  কিছুদিন আগেও সুমিত নাগাল নামটা অপরিচিত ছিল বিশ্ববাসীর কাছে দিন কতক আগে ইউএস ওপেনে রজার ফেডেরারকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম জিতে নেয় 22 বছর বয়সী ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল, কিন্তু সাফল্যের পথে থাকে দুস্তর বাধা-বিপত্তি, তেমনি তাঁর সাফল্যের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল টাকার অভাব একদিকে আর্থিক অনটন অন্যদিকে সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়ার স্বপ্ন ভাবিয়ে তুলেছিল বছর বাইশের সুমিত নাগাল কে ঠিক তখনই ভাগ্যক্রমে নাগাল কে আর্থিক সাহায্য করতে এগিয়ে আসেন বিরাট কোহলি 
গ্র্যান্ড স্ল্যাম জেতার পর বিরাট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা টুইট করে নাগাল লেখেন " আমি খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলামযদি  আমাকে বিরাট সাহায্য না করতেন, তাহলে জানতাম না আমি কি করে কি করতাম" প্রসঙ্গত এই টুইট নাগাল ইঙ্গিত দিয়েছেন অনেক প্রতিভা আর্থিক অনটনের জন্য চাপা পড়ে যায় যারা হয়তো একটু আর্থিক সাহায্য পেলে ভারতকে বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে পারে

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.