বৈশাখী নিয়ে বেলাগাম জয়, ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ।
নজরবন্দি ব্যুরোঃ একবার ফের বেফাঁস মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের পক্ষে মতামত প্রকাশ করলেন তিনি। গত কাল পূর্ব বর্ধমানের এক সভা থেকে তিনি বলেন দেবশ্রী রায় বড় অভিনেত্রী তিনি আমারও ছবিতে আমার বিপরীতের কাজ করেছেন বাংলার মানুষ তাঁকে ভালোবাসেন। তাঁর রাজনীতিতে অভিজ্ঞতা আছে।
মমতার কাছের লোক কানন (শোভন চট্টোপাধ্যায়)। আর তাঁর সঙ্গে দলে এসেছে আনকোরা এক মহিলা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনীতিতে কোন অভিজ্ঞতা নেই। আমি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে আবেদন করছি তাঁরা যেন দেবশ্রী কে দলে নেন। এই মন্তব্যে বিপাকে পড়েছে রাজ্য বিজেপি। এ সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা জয় বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মত। তবে সকলেই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেও মনে করেন তিনি। দেবশ্রী রায়কে নিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে আপত্তি রয়েছে তা আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
Loading...
কোন মন্তব্য নেই