Header Ads

কি কারণে তোয়ালেতে মুড়ে টাকা নিয়েছিলেন শোভন জানতে চায় সিবিআই, পাশাপাশি তলব শুভেন্দুকেও।


নজরবন্দি ব্যুরোঃ নারদ কান্ডে সিবিআই তলব করল শোভন চট্টোপাধ্যায় এবং রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারিকে। এর আগেও তৃণমূলে থাকার সময়ে শোভন চট্টোপাধায়্যকে নারদ কান্ডে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
১১ সেপটেম্বর কলকাতার নিজাম প্যালেসে শোভন এবং শুভেন্দুকে হাজিরার জন্য তলব করেছে সিবিআই। সুত্র মারফৎ জানা গিয়েছে, ওইদিন দুইজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে নেবে গোয়েন্দা সংস্থা। নারদ কান্ডের স্টিং অপারেশনের ভিডিওতে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়কে তোয়ালেতে মুড়ে টাকা নিতে। জনপ্রতিনিধি হিসেবে কিভাবে টাকা নিতে পারেন এবং কেন ওই টাকা নেওয়া হয়েছিল এই প্রশ্নের মুখোমুখি হতে পারেন শোভন চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারিকে।
ওই একই দিনে সঙ্গে নারদা স্টিং অপারেশনের কর্তা ম্যাথু স্যামুয়েলকেও তলব করেছে সিবিআই।মনে করা হচ্ছে ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে শোভন এবং শুভেন্দুকে।    
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.