আদালতের নির্দেশে ভোটের ফল, জেএনউই তে লাল ঝড়।
নজরবন্দি ব্যুরোঃ দিল্লি হাইকোর্টের নির্দেশে ভোটের ফল প্রকাশ হল দিল্লির জওহরলাল নেহরু ক্যাম্পাসে। আর তাতে জয় হল বাম ছাত্র সংগঠনের। ৬ সেপ্টেম্বর ভোটের দিনই বোঝা গিয়েছিল এ বার ছাত্র সংসদের সভাপতি পদে বসছেন ঐশী ঘোষ। আজ ভোটের ফলাফলে দেখা গেল ২৩১৩টি ভোট পেয়ে জিতেছেন তিনি। আর তার প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র মণীশ জাংগিদ ভোট পড়েছে ১১২৮টি। ওপর দিকে জেএনইউ ছাত্র সংসদের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম জোটের প্রার্থী সাকেত মুন। তিনি ভোট পেয়েছেন ১৩৩৫টি।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সতীশচন্দ্র যাদব। তিনি ভোট পেয়েছেন ২৫১৮টি। নির্বাচন হয়েছিলো ৬ সেপ্টেম্বর। ভোট পড়েছিল প্রায় ৬৮ শতাংশ। কিন্তু নির্বাচনের 'বৈধতা' নিয়ে ২ জন ছাত্র প্রশ্ন তোলায় ফল ঘোষণা আটকে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন সেই মামলার শুনানি শেষে জেএনইউ নির্বাচন কমিটিকে ফল প্রকাশের অনুমতি দিল আদালত। বাম জোটের বিদায়ী সভাপতি এন বালাজি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের দখল নিতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। পড়ুয়ারাই ওঁদের হারিয়ে দিলেন’। কোর্টের রায়কে 'গণতন্ত্রের জয়' বলে মন্তব্য করেন তিনি।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সতীশচন্দ্র যাদব। তিনি ভোট পেয়েছেন ২৫১৮টি। নির্বাচন হয়েছিলো ৬ সেপ্টেম্বর। ভোট পড়েছিল প্রায় ৬৮ শতাংশ। কিন্তু নির্বাচনের 'বৈধতা' নিয়ে ২ জন ছাত্র প্রশ্ন তোলায় ফল ঘোষণা আটকে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন সেই মামলার শুনানি শেষে জেএনইউ নির্বাচন কমিটিকে ফল প্রকাশের অনুমতি দিল আদালত। বাম জোটের বিদায়ী সভাপতি এন বালাজি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের দখল নিতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। পড়ুয়ারাই ওঁদের হারিয়ে দিলেন’। কোর্টের রায়কে 'গণতন্ত্রের জয়' বলে মন্তব্য করেন তিনি।

No comments