Header Ads

ভারতের হাতে নতুন অস্ত্র, যার গতিবেগ ঘণ্টায় ৫,৫৫৫ কিলোমিটার!

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অধীনে নিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অন্যদিকে তখন মাঝ আকাশ থেকে 'অস্ত্র' পরীক্ষা ডিআরডিও'র। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একশোয় একশো পেল ভারতীয় এই সংস্থা। এই নয়া ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। প্রতি ঘণ্টায় ৫,৫৫৫ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে আঘাত হানবে এই অস্ত্র।
 ওড়িশার উপকূলে সুখোই এম-৩০ যুদ্ধবিমান থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। তা লক্ষ্যবস্তুর উপর আঘাত হানাতে সক্ষম হয়। তিরক্ষামন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, আকাশে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে ভারতের প্রথম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। ডিআরডিও ও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.