পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, আশাকরি ওটা আমাদের অধীনে আসবেই। বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নজরবন্দি ব্যুরোঃ পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। স্পষ্ট করেদিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরকারের একশো দিন পূর্ণ হওয়া উপলক্ষে এদিন কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে কথা বলতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গও টানেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আগাগোড়াই আমাদের অবস্থান স্পষ্ট। এটা ভারতেরই অংশ। আশাকরি একদিন ওটা আমাদের অধীনে আসবেই। প্রতিবেশীর সঙ্গে ভাল ও দৃঢ় সম্পর্ক তৈরির বিষয়ে সবসময়ই আশাবাদী আমরা। কিন্তু আমাদের এক প্রতিবেশী তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তাই যতদিন পর্যন্ত না সীমান্তের ওপার থেকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ হচ্ছে। কিংবা আমাদের প্রতিবেশীর আচরণ স্বাভাবিক হচ্ছে। ততদিন এই সমস্যা মিটবে না”। পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের এই অবস্থান নতুন নয়। এমনও নয় যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে এ নিয়ে বাড়তি কোনও কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে দিল্লি পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে একাধিক বার কড়া বার্তা দিয়েছে। এ দিন জয়শঙ্করের বার্তা পরিস্থিতিকে আরও কিছুটা উত্তপ্ত করে তুলল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

No comments