আজ মুখোমুখি মমতা-মোদী।
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে আজ বুধবার প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোলকাতা থেকে রওনা হবার আগে মমতা বলেন “দিল্লির কেন্দ্রীয় সরকারএবং রাজ্য সরকার নির্বাচিত সরকার। ফলে সামাজিক এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় একসঙ্গে কাজ করার জন্যই আমাদের পরস্পরের দেখা করা দরকার”।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ কে বিজেপি নেতা মুকুল রায় কটাক্ষ করে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মানেন না। শেষ পর্যন্ত তাঁর সঙ্গেই ওঁকে বৈঠক করতে যেতে হচ্ছে। এটাই আমাদের জয়। কিন্তু রাজীব কুমার-কাণ্ডের মধ্যেই ওনার দিল্লি যাওয়া নিয়ে রাজ্যের মানুষের মনে নানান প্রশ্ন উঠছে”।

No comments