রিটেল ব্যবসা থেকে হাত গুটিয়ে নিতে চাইছে আইটিসি।
নজরবন্দি ব্যুরোঃ আইটিসি ইতিমধ্যেই নিজেদের রিটেল ব্যান্ড 'জন প্লেয়ার্সকে' রিলায়েন্স রিটেলের কাছে বিক্রি করে দিয়েছে।রিটেল ব্যবসায় প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স ট্রেন্ডস, এফবিবি, ম্যাক্স- এর মতো ফ্যাশন দুনিয়ার নামকরা ব্যান্ডিংদের সাথে প্রতিযোগীতায় ক্রমশই পিছিয়ে চলেছে আইটিসি। সঙ্গে রয়েছে জিএসটি ত্যাক্সের বোঝা। আর এর জেরেই রিটেল ব্যবসা থেকে হাত গুটিয়ে নিতে চাইছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে,নিজেদের রিটেল ব্যান্ড উইলিস লাইফস্টাইলকে বন্ধ করে দিতে চলেছে আইটিসি।
কিছুদিন আগে আইটিসি রিটেল প্রতিষ্ঠানের এজিএম আয়োজিত হয়েছিল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছেন, 'তারা উইলস লাইফস্টাইলের পুনর্গঠনের চিন্তা ভাবনায় রয়েছেন। অন্যদিকে শুক্রবার আইটিসি সংস্থার মুখপত্র জানিয়েছে,'ব্যবসার কাঠামোগত পুনর্গঠন করা হবে। রিটেল ফুটপ্রিন্ট পুনর্গঠন সঙ্গে দোকানের সংখ্যা কত হবে তা খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে আশ্বাসের বাণী শোনা গিয়েছে। বলা হয়েছে,পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে গিয়ে কর্মী ছাটাই না করে প্রতিষ্ঠানের অন্য ব্যবসার সাথে তাদের যুক্ত করার বিষয়টি নিয়ে কাজ চলছে।
সব মিলিয়ে রিটেল সেক্টরে আইটিসির হাত গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা দেশের রিটেল মার্কেটে প্রভাব পড়তে চলেছে।
কোন মন্তব্য নেই