কাঁকিনাড়া স্টেশনে বোমাবাজি,মর্মান্তিক পরিণতি যুবকের।
নজরবন্দি ব্যুরোঃ যাত্রীদের সঙ্গে বচসার জেরে কাঁকিনাড়া স্টেশনে বোমাবাজি করল দুষ্কৃতীরা। বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিশ্বজিত্ বিশ্বাস। জানা গিয়েছে, কৃষ্ণনগরের বাসিন্দা ওই যুবক। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে বিশ্বজিত্ বিশ্বাস নামে অই যুবক ট্রেনে ঘুমিয়ে পড়ায় আর নৈহাটি নামতে পারেননি। কাঁকিনাড়া স্টেশনে নামেন।
তারপর ৩ নম্বর প্ল্যাটফর্মে বসে ছিলেন তিনি এর পরেই ৩ দুষ্কৃতী সেখান উপস্থিত হয়ে ছিনতাইয়ের চেষ্টা করে, বাধা দেয় অই যুবক।এরপরই বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।এই ঘটনায় কাকিনাড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্নের মুখে রেল প্রশাসন।
কোন মন্তব্য নেই