Header Ads

রাজীব কুমারের অপেক্ষায় সিবিআই!


নজরবন্দি ব্যুরোঃশনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা কলকাতা পুলিশের প্রাক্তণ পুলিশ কমিশনার রাজীবকুমারের।কিন্তু এখন পাওয়া খবর অনুযায়ী রাজীব কুমার সিবিআই অফিসে হাজির হননি।
তিনি আদৌ আজ সিবিআই দফতরে এসে হাজিরা দেবেন। না কি দূত মারফৎ চিঠি দিয়ে সিবি আই এর কাছ থেকে সময় চেয়ে নিবেন। জল্পনা তুঙ্গে সিবি আই অফিসে রাজীব কুমারের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে। সারদা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবি আই রাজীবকুমারকে জেরা করতে চায়, তাই তলব করেছে রাজীব কুমারকে।
প্রসঙ্গত,হাইকোর্টের নির্দেশ পেয়ে সিবিআই এর টিম গতকালই লাউডন স্ট্রীটে রাজীব কুমারের বাড়িতে হানা দেয়। কিন্তু সেখানে রাজীব কুমারকে না পেয়ে নোটিস দিয়ে আসে। শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারের হাজিরা দেওয়ার কথা। কিন্তু কলকাতার প্রাক্তণ পুলিশ কমিশনার বেপাত্তা। তার মোবাইল সুইচ অফ। দেহরক্ষীর মোবাইল ফোন অফ।
সব মিলিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা হন্যে হয়ে খুঁজে চলেছে রাজীব কুমারকে।
রক্ষাকবচের ঢালে এতদিন সিবি আই রাজিব কুমারকে গ্রেফতার করতে পারছিল না। অথচ তদন্তকারী সংস্থা আদালতের কাছে নিজেদের অবস্থানে জানিয়ে এসেছিল রাজীব কুমার তদন্তে সহযোগীতা করছেন না। এখন রক্ষাকবচ উঠে যাওয়ায় সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করে তদন্ত এবং বিচার প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে।এদিকে রাজীব কুমারকে না পেয়ে তদন্তকারী প্রতিষ্ঠান দেশের বিমানবন্দরগুলোতে রাজীব কুমারের নামে হুলিয়া জারি করে দিয়েছে।
এখন দেখার কলকাতা পুলিশের প্রাক্তণ নগরপাল রাজীব কুমার আজ শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন কিনা।    

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.