Header Ads

পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। না হলে যুদ্ধ, বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর নিয়ে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে তিনি বলেন '”পাকিস্তান যদি নিজেদের ভাল চায়, তাহলে তাদের উচিত এখনই পাক অধিকৃত কাশ্মীর আমাদের দিয়ে দেওয়া। পাকিস্তানের জন্য ইমরান খানের এটা করা উচিত। কারণ পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা আর পাকিস্তানের সাথে থাকতে চাইছেন না।
 ওরা ভারতে আসতে চাইছেন। গত ৭০ বছর ধরে পাকিস্তান ভারতের কাশ্মীরের এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপও গ্রহণ করছে। দেশের সেনাও প্রস্তুত”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.