Header Ads

সিবিআই এর স্ক্যানারে রাজীব কুমার।


নজরবন্দি ব্যুরোঃ সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কলকাতা পুলিশের প্রাক্তণ নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতেই হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন রাজীব কুমার। গত শুক্রবার হাইকোর্ট রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয়। ফলে সিবিআই এর গ্রেফতারির খাঁড়া ঝুলে পড়ে রাজীব কুমারের ঘাড়ে।
হাইকোর্টের নির্দেশ পেয়ে সিবিআই এর টিম গতকালই লাউডন স্ট্রীটে রাজীব কুমারের বাড়িতে হানা দেয়। কিন্তু সেখানে রাজীব কুমারকে না পেয়ে নোটিস দিয়ে আসে। শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারের হাজিরা দেওয়ার কথা। কিন্তু কলকাতার প্রাক্তণ পুলিশ কমিশনার বেপাত্তা। তার মোবাইল সুইচ অফ। দেহরক্ষীর মোবাইল ফোন অফ। সব মিলিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা হন্যে হয়ে খুঁজে চলেছে রাজীব কুমারকে।
রক্ষাকবচের ঢালে এতদিন সিবি আই রাজিব কুমারকে গ্রেফতার ক রতে পারছিল না। অথচ তদন্তকারী সংস্থা বারে বারে বলে চলেছিল আদালতে রাজীব কুমার তদন্তে সহযোগীতা করছেন না। এখন রক্ষাকবচ উঠে যাওয়ায় সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করে তদন্ত এবং বিচার প্রক্রিয়াকে আরোও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে।এদিকে রাজীব কুমারকে না পেয়ে তদন্তকারী প্রতিষ্ঠান দেশের বিমানবন্দরগুলোতে রাজীব কুমারের নামে হুলিয়া জারি করে দিয়েছে।
চারিদিক দিয়ে রাজীব কুমার এখন সিবিআই এর স্ক্যানারে। গ্রেফতারির আশঙ্কা এবং সিবিআই এর প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে  নিজের ঘর গুছিয়ে নেওয়ার জন্যই কি এতো লুকোচুরি!     

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.