Header Ads

নটী বিনোদিনীর চরিত্রে এবার বিদ্যা বালান।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার কুখ্যাত পতিতা পল্লী থেকে উঠে আসা এবং পরবর্তীকালে বাংলা থিয়েটারের অন্যতম স্টার অভিনেত্রী হয়ে ওঠেন নটী বিনোদিনী।এবার তাঁকে নিয়েই ছবি করতে চলেছেন ’পরিণীতা' খ্যাত পরিচালক প্রদীপ সরকার। আর বিনোদিনীর চরিত্রে অভিনয় করারা কথা বিদ্যা বালানের। তিনি ছারও এই ছবিতে অভিনয় করারা কথা নাসিরুদ্দিন শাহ ও জ্যাকি শ্রফের। এই মুহূর্তে চলছে চিত্রনাট্য লেখার কাজ। বিনোদিনীর জীবন নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে।
 স্বয়ং নটী বিনোদিনীও লিখেছিলেন তাঁর আত্মকথা 'আমার কথা'। তবে সেই জীবনকথা ছিল অসমাপ্ত। ১৯১৩ সালে প্রকাশিত এই বই আজও বেশ জনপ্রিয়। পরিচালক প্রদীপ সরকার জানিয়েছেন, ‘নটী বিনোদিনী একজন কালারফুল ক্যারেক্টার। এমন একজন মানুষের জীবন নিয়ে আমার আগ্রহ ছিলই। অনেকদিন ধরেই ভেবেছি ছবি করার কথা। তাই তাঁর জীবনের বহুশ্রুত দিক আর আড়ালে থাকা দিকগুলোকে নিয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ছবি তৈরি করার চেষ্টা করছি।‘

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.