Header Ads

বিশ্বের তইল ভান্ডার যখন পুড়ছে তখনই ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে এক প্রস্থ আলোচনা ছাড়লো ভারত

নজরবন্দি: ভারতের পররাষ্ট্র সচিব ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের ইরান সফরে বিভিন্ন ইস্যুর পাশাপাশি জ্বালানি তেল কেনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্র সচিবের তেহরান সফর করছেন। ভারত হচ্ছে ইরানের তেল ক্রেতাদের অন্যতম।
 ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশাব রবিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় উভয়ই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছে বলে জানা গিয়েছে। জারিফ কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে ইরানের উদ্বেগের কথা তাকে অবহিত করেছেন। কাশ্মীরে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.