মা হবার ইচ্ছে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা।
নজরবন্দি ব্যুরোঃ এবার মা হবার ইচ্ছে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি 'ভোগ' পত্রিকাকে একটি সাক্ষাত্কারে তিনি এই ইচ্ছের কথা বলেন। পিগি বলেন গায়ক স্বামী নিক জোনাসের সন্তানের মা হতে চান। এটা তাঁর লিস্ট এর প্রথম দিকেই রয়েছে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে তাঁর ভাল লাগে।
এখনও সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে সময় কাটান।গত বছর ডিসেম্বরে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন নিক ও প্রিয়ঙ্কা। হিন্দু মতে বিয়ে করার পাশাপাশি খ্রিস্টান মতেও বিয়ে করেন তাঁরা। প্রিয়ঙ্কা এখন তাঁর আপকামিং ফিল্ম 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এর প্রচারে ব্যস্ত।
এখনও সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে সময় কাটান।গত বছর ডিসেম্বরে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন নিক ও প্রিয়ঙ্কা। হিন্দু মতে বিয়ে করার পাশাপাশি খ্রিস্টান মতেও বিয়ে করেন তাঁরা। প্রিয়ঙ্কা এখন তাঁর আপকামিং ফিল্ম 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এর প্রচারে ব্যস্ত।

No comments