অধিনায়কের ঝকঝকে ব্যাটিংএ সিরিজ জয় ভারতের।
নজরবন্দি ব্যুরোঃ ধরমশালায় প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল মোহালিতে। বুধবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট এন্ড কোং । ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা । রান তাড়া করতে নেমেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বিরাট। টি-২০ ক্রিকেটে তাঁর ২১তম অর্ধশতরান করে ফেললেন বিরাট। শেষ অবধি ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ বলে ৭২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক।
তার আগে ১২ বলে ১২ করে প্যাভিলয়নে ফেরেন রোহিত। এর পর ধাওয়ান ও কোহলি জুটি শুরুটা ভালোই করে দেন । ধাওয়ান ৪০ রানে আউট হন ।চার নম্বরে নেমে সুপার ফ্লপ ঋষভ পন্থ । মাত্র ৪ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। এর পর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে অধিনায়ক সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । সঙ্গে সিরিজ পকেটে।
দক্ষিণ আফ্রিকা: ১৪৯-৫ (ডি'কক ৫২, বাভুমা ৪৯)
ভারত: ১৫১-৩ (কোহলি ৭২ , ধাওয়ান ৪০)
ভারত ৭ উইকেটে জয়ী

No comments