Header Ads

অধিনায়কের ঝকঝকে ব্যাটিংএ সিরিজ জয় ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ ধরমশালায় প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল মোহালিতে। বুধবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট এন্ড কোং । ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা । রান তাড়া করতে নেমেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বিরাট। টি-২০ ক্রিকেটে তাঁর ২১তম অর্ধশতরান করে ফেললেন বিরাট। শেষ অবধি ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ বলে ৭২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক।
 তার আগে ১২ বলে ১২ করে প্যাভিলয়নে ফেরেন রোহিত। এর পর ধাওয়ান ও কোহলি জুটি শুরুটা ভালোই করে দেন । ধাওয়ান ৪০ রানে আউট হন ।চার নম্বরে নেমে সুপার ফ্লপ ঋষভ পন্থ । মাত্র ৪ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। এর পর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে অধিনায়ক সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । সঙ্গে সিরিজ পকেটে।

দক্ষিণ আফ্রিকা: ১৪৯- (ডি'কক ৫২, বাভুমা ৪৯)
ভারত: ১৫১- (কোহলি ৭২ , ধাওয়ান ৪০)
ভারত উইকেটে জয়ী


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.