Header Ads

কেমন যাবে আপনার এই সপ্তাহ? কি ঘটবে? জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের জীবন যাপন সবটাই নির্ভর করে আমাদের রাশীর উপর। রাশী ও গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরেই আমাদের জীবনে সুখদুঃখও ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে।আর এই নক্ষত্রের অবস্থা পাল্টাই বিভিন্ন সময়ে তাই এই সপ্তাহ আপনার কামন যাবে আট অগ্রিম জেনেনিন।
(১)মেঘ:স্বাস্থ্য/শরীর:স্বাস্থ্য ক্ষেত্রে প্রগতি,বুদ্ধি,চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগ শুভ।প্রতিযোগীতা মূলক ক্ষেত্রে শুভ। অর্থ-মাতুলালয় থেকে সাহায্য পেতে পারেন। লোন পরিশোধ হতে পারে। অনলাইন কাজ যারা করেন তাদের জন্য শুভ। প্রেম-সম্পর্কের ক্ষেত্রে রাগ বৃদ্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে পারে। শুভ তারিখ ১৭। (২)বৃষ:স্বাস্থ্য/শরীর:আয়ু বৃদ্ধির যোগ রয়েছে। বাক পটুতা বা বাক্যে উন্নতি ঘটতে পারে। যারা নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সুস্থতা আসতে পারে। অর্থ-আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে।সন্তানের জীবনে উন্নতি বা চাকরীর যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। প্রেম-নতুন প্রেম আসতে পারে।কিন্তু প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। শুভ তারিখ ২০। ৩)মিথুন:স্বাস্থ্য/শরীর:শরীর স্বাস্থ্যর উন্নতি ঘটবে। মানসিক শান্তি আসবে। অর্থ- কর্ম উন্নতি, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ। বিদ্যা যোগ শুভ। নতুন গৃহ বা গৃহ সংক্রান্ত বিষয়ে শুভ। প্রেম-গৃহ সঙ্গীর ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি। গৃহ সঙ্গীর ঘরে ফেরার যোগ। শুভ তারিখ ১৩।
 ৪)কর্কট:শরীর/স্বাস্থ্য-শরীর স্বাস্থ্য শুভ তবে, সপ্তাহের শেষ দিকে মানসিক শান্তিতে আঘাত ঘটতে পারে। অর্থ- যারা বিদেশ যাত্রা করে থাকেন বা বিদেশে থাকেন তাদের শুভ। অনলাইনে সেলসম্যানদের কম শুভ। প্রেম-বৈবাহিক সম্পর্ক আসতে পারে। ভ্রমণ যোগ নির্দেশ করছে।ভাইবোন,প্রতিবেশী, বন্ধুর সম্পর্ক বৃদ্ধি। শুভ তারিখ ১৬। ৫)সিংহ:শরীর/স্বাস্থ্য:শরীর স্বাস্থ্য ভাল যাবে তবে চট করে রেগে যাওয়ার প্রবণতা থাকবে। যারা হাড়ের সমস্যায় ভুগছেন উন্নতি হতে পারে। উদ্দামতা থাকবে। অর্থ- অর্থ ভাগ্য খুবই শুভ। পুরনো অর্থ ফেরত পেতে পারেন। প্রেম-আপনার প্রেমের ক্ষেত্র শুভ নয়। শুভ তারিখ ১৮। ৬)কন্যা:শরীর/স্বাস্থ্য-শরীর স্বাস্থ্যর উন্নতি ঘটবে। যারা অসুস্থতায় ভুগছেন আরোগ্য লাভ করবেন। ৭)তুলা-শরীর/স্বাস্থ্য:যারা সুগারের সমস্যায় ভুগছেন সুগার তাদের বেড়ে যেতে পারে। শরীরটা আশানুরূপ থাকবে না। অর্থ-ভাগ্যভাব শুভ হবে।বিদেশে কর্মক্ষেত্রে শুভ। বিদেশ যাত্রা আটকে থাকলে যাওয়ার যোগ। প্রেম-আপনার স্ত্রীর সঙ্গে সম্মানের জায়গা ঠিক থাকবে। শুভ তারিখ ১৯।
৮)বৃশ্চিক:শরীর/স্বাস্থ্য- শারীরিক দিক দিয়ে সুস্থতা নির্দেশ করছে। শারীরিক অবস্থার উন্নতি। অর্থ-সফলতা বৃদ্ধির যোগ রয়েছে। সর্বক্ষেত্রে জয়লাভ।মামলায় জয়লাভ ঘটবে। প্রেম-সঙ্গীনির উন্নতি ঘটবে। সম্বন্ধ আসতে পারে। শুভ তারিখ ২১। ৯)ধনু:শরীর/স্বাস্থ্য- শারীরিক অবস্থা শুভ থাকবে। আয়ু বৃদ্ধির যোগ রয়েছে। আরোগ্য লাভ ঘটবে। অর্থ- চাকরী ক্ষেত্রে উন্নতি,ব্যবসায় সফলতা নির্দেশ করছে। প্রেম-সঙ্গীনির উন্নতি, দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি।বিবাহে যোগাযোগ বৃদ্ধি। শুভ তারিখ ২৩।

বিচার করেছেনঃ শ্রীকৃষ্ণ শাস্ত্রী

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.