Header Ads

নিজের ভুল শুধরে নাও। ঋষভকে কড়া বার্তা দিলেন শাস্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীও দল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গড়ছে। এই দলের অন্যতম সদস্য উইকেট কিপার ঋষভ পন্থ। তিনিই ভারতীও দলের আগামী দিনের উইকেটরক্ষক। কিন্তু সম্প্রতি তার ক্রিকেট খেলার ধার দেখে বেশ হতাশ করেছে ভারতীও থিঙ্ক ট্যাঙ্ককে, বলা যায় শাস্ত্রী ও বিরাটকে। যেমন একাধিক সময়ে খারাপ শট সিলেকশনের খেসারত দিয়েছেন পন্থ নিজে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পোর্ট অফ স্পেনে আউট হয়েছিলেন তার কোনও যৌক্তিকতা খুঁজে পায়নি টিম ইন্ডিয়া ।
 তাই এক সাক্ষাত্কারে কোচ রবি শাস্ত্রী বলেছেন “ত্রিনিদাদের মতো প্রথম বলেই ওই শট কেউ যদি খেলে তাহলে খুব হতাশাজনক । ওকে বলা হয়েছে । ভুলে নজর রাখা হচ্ছে প্রতিভা থাকুক বা না থাকুক তুমি দলকে নিচে নামাচ্ছ । নিজেকে ছোট করার কথা ভুলেই যাও । যেখানে তোমার নেতৃত্ব দেওয়ার কথা সেখানে দলকে নিচে নামাচ্ছ তুমি”। ভুল শুধরে নিতে হবে তাঁকে নাহলে অন্য কিছু ভাবতে বাধ্য হবে থিঙ্ক ট্যাঙ্ক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.