Header Ads

ভারতীয় ক্রিকেটে ফের ফিক্সিং এর ছায়া।


 নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে ফের একবার ফিক্সিং এর ছায়া এসে পড়েছে। আর এই ফিক্সিং কান্ডে জড়িয়ে রয়েছে বড় ক্রিকেটার। এমন সংবাদে তোলপাড় গোটা দেশের ক্রিকেট মহল।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্রিকেটার অভিযোগ করেছে, মাঝে মাঝে অঞ্জাত পরিচয়ের এক ব্যক্তি তাদের হোয়াটস্যাপে মেসেজ করে চলেছে। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং বলেন,'কিছু খেলোয়াড় অভিযোগ করেছে। তাদের হোয়াটস্যাপে মেসেজ আসছে'। সূত্র মারফৎ জানা গিয়েছে,সন্দেহ করা হচ্ছে বড় মাপের কোন ক্রিকেটার এই কান্ডের সঙ্গে জড়িত।
২০১৩ সালে আই পি এলে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছিল।অজিত চান্ডিলা, শ্রীসহ্নের নাম জড়িয়েছিল। এই ফিক্সিং কান্ডের রেশ আছড়ে পড়েছিল ভারতীয় ক্রিকেটের অন্দরমহলেও। বোর্ড রাজনীতি বেআব্রু হয়ে পড়েছিল। বোর্ড সভাপতি পদ থেকে নারায়ণস্বামী শ্রীনিবাসনকে পদত্যাগ করতে হয়েছিল। এন শ্রীনিবাসনের জামাই মায়াপ্পন গুরুনাথন এবং রাজস্থান দলের মালিক রাজ কুন্দ্রা জড়িত ছিল আই পি এল স্পট ফিক্সিং তা প্রমাণিত হয়েছিল।এবার ফের একবার ভারতীয় ক্রিকেটে ফিক্সিং এর ছায়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.