সীমান্তে কড়া নজর ভারতীয় সেনারঃ সেনাপ্রধান বিপিন রাওয়াত।
নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপত্যকায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলা হয়। হামলায় ৪০ জওয়ান নিহত হয়। এই প্রসঙ্গে সোমবার ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত চেন্নাইতে এক অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছেন, ' পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরকে গুড়িয়ে দেওয়া হয়েছে।' ইতিমধ্যেই এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া স্পষ্ট করে দিয়েছেন, 'বালাকোট এয়ার স্ট্রাইকের সামরিক অভিযানেড় লক্ষ্যে সাফল্য পাওয়া গেছে।
জেনারেল রাওয়াত জানিয়েছেন, 'সীমান্তের ওপারে ৫০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আছে। তিনি এও জানিয়েছেন, 'শীত পড়ার আগেই জঙ্গিরা যেনতেনভাবে অনুপ্রবেশের চেষ্টা করবে। এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরাদারি চালাচ্ছে ভারতীয় সেনা।'
আর সোমবার চেন্নাইতে করা সেনাপ্রধান বিপিন রাওয়াতের পর্যবেক্ষণ ইন্টিলেজেন্স আউটপুট। এই গোয়েন্দা তথ্য শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর জন্যই সতর্কবার্তা নয়, দেশের রাজ্য পুলিশ এবং অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও সাবধান বাণী।
কোন মন্তব্য নেই