Header Ads

আটোসাটো বোলিং প্রোটিয়াদের, ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র।


নজরবন্দি ব্যুরোঃ সঠিক লাইন আর লেহ্নে বল করে যাওয়া। ব্যাটসম্যানকে বাধ্য করানো ঝুঁকি নিতে। 'বস এক গলতি' 'একটি ভুল, 'কাম তামাম' বলিউডের কোন আন্ডা্ওয়ার্ল্ড ঘটনাকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্য নয়। বরং ২২ গজের ব্যাটিং সহায়ক উইকেটে বল করে কিভাবে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে ধুলোয় মিশিয়ে দিতে হয় তার বেসিক থিউরি।হ্যা, ক্রিকেটের শিক্ষানবিশদের কাছে বেঙ্গালুরুর তৃতীয় টি ২০ ম্যাচ অনেকটা এরকমই।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ ১-১ ড্র। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক নিজের দলের বোলারদের পিঠ চাপড়ে ম্যাচের কাঁটাছেঁড়া করতে বসে বলে দিলেন, ' আমার মনে হয়  যে আমরা বলকে ভাল আর সরল রেখেছি আর সঠিক লেহ্নে বল করেছিল। বেয়ুরন দলে এসে ভাল বল করেছিল। ও আজ পরিস্থিতিকে ভালভাবে পড়েছে। আমরা শেষ ম্যাচে বলের সঙ্গে একটা বা দুটো জিনিস সঠিক করিনি, আর তাতে পরিবর্তন করা আমাদের জন্য সফল থেকেছে। ফ্লিডিং যথেষ্ট প্রভাবিত করেছে। খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষিদে ছি, আমি এতে সম্পূর্ণভাবে খুশি।' তৃতীয় টি ২০ ম্যাচে ভারতের বিরাট কোহলি টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৩৪ রানেই টিম ইন্ডিয়ার ইনিংস গুটিয়ে যায়। প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক ৫২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফেল, যোগ্য সঙ্গ দেয় টেম্বা বাভুমা ২৩ বলে ২৭ রানে অপরাজিত থেকে। ৯ উইকেতে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে নিয়ে আসে।       

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.