Header Ads

জনগগণায় ব্যবহার হবে মোবাইল অ্যাপ।


নজরবন্দি ব্যুরোঃ ভারতের ১৪০ বছরের ইতিহাসে এই প্রথম মোবাইল অ্যাপের মাধ্যমে জনগগণার কাজ হবে। দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন,' ২০২১ সালের আদম শুমারিতে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। কাগজে কলমে শুমারি করার থেকে ডিজিটাল শুমারিতে রুপান্তরিত করা হবে বিষয়টিকে।'
সবথেকে তাৎপর্যপূর্ণ হল মাল্টিপারপাস বা বহুমুখী একটি আইডি কার্ডের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এই আইডি কার্ডে ভোটার আই ডি কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুই অন্তর্ভূক্ত থাকবে।
জনগগণা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে নির্দিষ্ট  মোবাইল অ্যাপ থেকে ডেটা সংগ্রহ করবে। ২০১১৪ সালের জনগগণায় ভারতের লোকসংখ্যা ছিল ১২১ কোটি। ২০২১ সালের ১ মার্চ থেকে শুরু হতে চলেছে আদম শুমারি বা জনগগণা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.