Header Ads

রানুর সাথে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কুমার শানু।

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় লতাজির গাওয়া ‘প্যায়ার কা নগমা’ গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরাও গায়িকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যেটা আর কারও অজানা নয়। এর পর রানুর জীবনটা পুর পাল্টে যায়। হিমেশ রেশমিয়ার সুরে বলিউডে গান গেয়ে ফেলেছেন রানু। তাঁর সঙ্গে গান করারা জন্য সোনু নিগম এবং অস্কারজয়ী সংগীতকার এআর রহমানও তাঁর সঙ্গে গান রেকর্ড করার আগ্রহ তো দেখিয়েছেন।
 এবার তাঁর সঙ্গে গান করারা ইচ্ছা প্রকাশ করলেন বলিউডের আর এক বিখ্যাত গায়ক কুমার শানু। এক প্রশ্নের উত্তরে শানু বলেন “যদি নতুন গায়ক আসে, আমরা খুশি হই। রানু ভাল কাজ করলে স্বীকৃতি নিশ্চয়ই পাবেন। যদি সঠিক প্রস্তাব পাই, তবে অবশ্যই আমিও তাঁর সঙ্গে গান গাইব হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু যে গানে রেকর্ড করেছে, তা অনেকের মুখেই শুনেছি। তবে এখনও নিজের কানে শোনার সুযোগ হয়নি”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.