“এক দেশ এক ভাষা” নিয়ে সুর নরম করলেন অমিত।
নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশের জন্য একটা ভাষা থাকা খুব দরকার। হিন্দিই পারে সেই ঐক্যের কাজ করতে। সম্প্রতি অমিত শাহের এই বিবৃতি নিয়ে তোলপাড় হয়েছিলো গোটা দেশ। এবার সেই কথার পুরো উল্টো কথা সোনা গেল তাঁর মুখে। বুধবার তিনি বললেন, ‘আঞ্চলিক ভাষার উপরে হিন্দি চাপিয়ে দেওয়া কথা বলিনি। বলেছি, দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দিকে গুরুত্ব দেওয়ার কথা। আমি নিজেই অ-হিন্দিভাষী রাজ্য থেকে এসেছি’। তাঁর হিন্দি নিয়ে মন্তব্য শুধু বিরোধীরাই মুখ খোলেনি অসন্তোষ প্রকাশ করেছিল শরিক দল এডিএমকে-ও।
এই অবস্থায় কাল বুধবার অমিত তাঁর অবস্থান যে ভাবে ব্যাখ্যা করলেন, তা সুর নরম করারই শামিল বলে মনে করছে রাজনৈতিক শিবির। উল্লেখ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতিবাদ শুরু হয়েছে অমিত শাহের “এক দেশ এক ভাষা” তত্ত্বের বিরুদ্ধে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে এর প্রতিবাদ হয়েছিলো অনেক বেশি। এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেন, ভারতের মতো দেশে কেউ যে কোনও একটি ভাষা চালু করতে পারে না।
কোন মন্তব্য নেই