Header Ads

ভারতে নিষিদ্ধ হলো ই-সিগারেট।

নজরবন্দি ব্যুরোঃ ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। এই সিদ্ধান্তে সিগারেট সংস্থাগুলির জয় হল বলে মনে করা হচ্ছে। কারণ শহরের তরুণ প্রজন্ম ই-সিগারেটের দিকে ঝুঁকছে। আজ কেন্দ্রের সিদ্ধান্তের পরে আইটিসি-র মতো সিগারেট সংস্থাগুলির শেয়ারের দর বাড়তে শুরু করে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান ‘স্টাইলের জন্য নতুন প্রজন্মের অনেকে ক্ষতিকারক ই-সিগারেটে আষক্ত হয়ে পড়ছেন। সেই দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত’।
 সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট ব্যবহার করে ইদানীং সমস্যায় পড়ছেন অনেকেই। ক্যানসার বিশেষজ্ঞ এবং চিকিত্সকেরাও মানুষকে এই বস্তুটি ব্যবহার করা থেকে সতর্ক করছেন বারবার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ই-সিগারেটের তরল মিশ্রণ (ই-লিকুইড)-এর মধ্যে থাকে প্রপেলিন গ্লাইসল, গ্লিসারিন, পলিইথিলিন গ্লাইসল, নানাবিধ ফ্লেভার এবং নিকোটিন। গরম হওয়ার সঙ্গে সঙ্গে এই রাসায়নিক গুলি থেকে সাধারণ সিগারেটের ধোঁয়ার সমপরিমাণ ফরমালডিহাইড উত্পন্ন হয়। এ ছাড়াও ই-সিগারেটের ধোঁয়ায় থাকে অতিসূক্ষ রাসায়নিক কণা যা ভীষণই ক্ষতিকারক।
 কিন্তু কি এই ই সিগারেট? ই-সিগারেট হল ইলেকট্রনিক সিগারেট। এটি ব্যাটারি চালিত এক ধরনের যন্ত্র। যাঁরা ধূমপান ছাড়তে চান তাঁরা ই-সিগারেট পান করেন। যাতে দুধের স্বাদ ঘোলে মেটে এই সিগারেটের ভিতরে থাকে নিকোটিনের দ্রবণ যা ব্যাটারির মাধ্যমে গরম হয়। এর ফলে ধোঁয়া তৈরি হয়। এটি মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতির সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, যা অবশ্যই ক্ষতিকর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.