Header Ads

খুশীর খবর, পুজোর আগে ৭৮ দিনের বোনাস পাচ্ছেন রেল কর্মীরা।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর বুধবার রেল কর্মীদের জন্য নিয়ে এলেন এক সুখবর। পুজর আগে ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে রেলকর্মীদের। মোট ১১ লক্ষ ৫২ হাজার কর্মী এই বোনাস পাবেন। বোনাস দিতে রেলের খরচ হবে ২,০২৪ কোটি টাকা। তবে আরপিএফ ও আরপিএফএস কর্মীরা অবশ্য এই সুবিধে পাবেন না।
সকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় “রেলমন্ত্রকের কর্মীদের উত্পাদনে উত্সাহ দিতে প্রতি বছরই এই বোনাস দেওয়া হয়। এবারও সেই কারণেই বোনাস দিচ্ছি আমরা। দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর সারা বছরের পরিশ্রমের উপহার পাচ্ছে তাদের পরিবার'' ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.