Header Ads

বিরাটদের হত্যার হুমকি দিয়ে মেল পাঠানোর জন্য গ্রেফতার আসাম থেকে এক যুবক।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতের বয়স ১৯ বছর। নাম ব্রজমোহন বলে জানিয়েছে পুলিশ । তার বাড়ি আসামে। শুধু ভারতীয় দলই নয় । বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের উদ্দেশেই এমন ইমেল পাঠিয়েছে ওই যুবক বলে তদন্তে জেনেছে পুলিশ ।
 বুধবার, অসম আদালতে তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে যুবককে মুম্বইতে নিয়ে আসা হয়। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) এবং ৫০৯ ধারা ও সেই সঙ্গে সংশোধিত অপরাধ আইনের ৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্রজমোহন নামে ঐ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে সোমবার পর্যন্ত এটিএস হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের একটি আদালত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.