আবার স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই।
নজরবন্দি ব্যুরোঃ ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ। স্থায়ী আমানতে সুদের হার কমাতে চলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই। এ নিয়ে গত চার সপ্তাহে দু'বার সুদ কমানোর পদক্ষেপ করল দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক। সুদ কমানোয় এসবিআই যুক্তি দিয়েছে নগদ ঘাটতি ও অন্যান্য সুদের হার কমায় এই সিদ্ধান্ত।
রিজার্ভ ব্যাঙ্ক চলতি মাসে ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমায়।এক নজরে দেখে নেওয়া যাক কোন মেয়াদে সুদের হার কতটা কমাল এসবিআই।
৭-৪৫ দিন ৫% ৪.৫%
৪৬-১৭৯ দিন
৫.৭৫% ৫.৫%
১৮০-২১০ দিন
৬.২৫% ৬%
২১১-১ বছর ৬.২৫% ৬%
১-২ বছর ৬.৮% ৬.৭%
২-৩ বছর ৬.৭% ৬.৫%
৩-৫ বছর ৬.৬% ৬.২৫%
৫-১০ বছর ৬.৫% ৬.২৫%
রিজার্ভ ব্যাঙ্ক চলতি মাসে ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমায়।এক নজরে দেখে নেওয়া যাক কোন মেয়াদে সুদের হার কতটা কমাল এসবিআই।
৭-৪৫ দিন ৫% ৪.৫%
৪৬-১৭৯ দিন
৫.৭৫% ৫.৫%
১৮০-২১০ দিন
৬.২৫% ৬%
২১১-১ বছর ৬.২৫% ৬%
১-২ বছর ৬.৮% ৬.৭%
২-৩ বছর ৬.৭% ৬.৫%
৩-৫ বছর ৬.৬% ৬.২৫%
৫-১০ বছর ৬.৫% ৬.২৫%
কোন মন্তব্য নেই