Header Ads

কচুয়া কাণ্ডের দ্বায় নিতে হবে সরকারকে, দাবী তুললেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ভোররাতে একটি পাঁচিল ভেঙে পড়ে উত্তর ২৪ পরগনার মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। প্রায় ৩০ জন পূণ্যার্থী কচুয়ার লোকনাথধাম মন্দির যাওয়ার পথে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন। অত্যাধিক ভিড়ের কারনে এমন বিপত্তি ঘটে। আহতদের স্থানীয় বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ন্যাশনাল মেডিক্যাল ও এসএসকেএম-এ নিয়ে আসা হয়। কী কারণে দুর্ঘটনা? তদন্তে উঠে এসেছে ৪টি কারণ। সরু রাস্তা তার পাশেই পুকুর। তার উপর রাস্তার ধারে দোকান। যার ফলে রাস্তা আরও সরু হেয়ে গিয়েছিল।
 মাঝে কোনও ডিভাইডার ছিল না। রাতে বৃষ্টি হয়েছিলো তার পর পাঁচিল ভাঙার পর মানুষ আতঙ্কিত হয়ে ওদিক ছুটতে থাকে সরু জায়গায়। পুলিস ও মন্দির কমিটির কোনও সঠিক তদারকি ব্যবস্থা ছিল না। এই সবের জন্য এই দুরঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার দ্বায় সরকারকে নিতে হবে বলে দাবী তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন “ক্ষতিপূরণ দিলেই হবে না। সরকারকে গাফিলতির দায় নিতে হবে।
নিরাপত্তা ও জলের ব্যবস্থা করা দরকার ছিল”। এছারাও কচুয়া দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ দল গঠনের দাবি তুলেছেন দিলীপ বাবু। এছারাও তিনি বলেন হজযাত্রীরা নিরাপত্তা পায়। সরকারই দেয়। এটা ভালো কথা। শুধুমাত্র একটা ধর্মের জন্য কেন হবে? এই ঘটনায় সূত্র মারফৎ জানা গিয়েছে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.