আরসিবি তে অতীত কার্স্টেন ও নেহরা। নতুন কোচ সাইমন ক্যাটিচ।
নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহালিদের নতুন কোচ করা হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন ক্যাটিচ। আরসিবি তে অতীত হয়ে গেলেন গ্যারি কার্স্টেন ও আশিস নেহরা। গত বছর হতশ্রী পারফরম্যান্সের জন্য চাকরি হারাতে হল দক্ষিণ আফ্রিকান কোচকে। গতবারের আইপিএল-এ ১৪টির মধ্যে ৮টি ম্যাচেই হারতে হয়েছিল আরসিবি-কে।
আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা জানিয়েছেন “গ্যারি কার্স্টেন এবং আশিষ নেহরা বিগত দু বছর দলের জন্য যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাদের ইয়ংস্টারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। দলের প্রত্যেকে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছে”। তিনি আরও জানিয়েছেন দলের সমস্ত পারফরম্যান্স এর দ্বায়িত্ব নেবেন কাটিচ এবং হেসন করবেন পরিকল্পনা।
আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা জানিয়েছেন “গ্যারি কার্স্টেন এবং আশিষ নেহরা বিগত দু বছর দলের জন্য যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাদের ইয়ংস্টারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। দলের প্রত্যেকে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছে”। তিনি আরও জানিয়েছেন দলের সমস্ত পারফরম্যান্স এর দ্বায়িত্ব নেবেন কাটিচ এবং হেসন করবেন পরিকল্পনা।
কোন মন্তব্য নেই