Header Ads

মাঝে বিরতি ৩ দিনের। আবার বৃষ্টি কোলকাতা সহ বেশ কিছু জেলায়। চলবে আগামী ৩ দিন।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার আবার বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি শুরু হল কলকাতা-সহ দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও হুগলিতে। আগামী তিনদিন হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। এদিন দুপুরের পর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। ভারী বর্ষণ হয় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ-সহ বেশ কিছু জেলায়।
 বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিতে শুরু করলেই বৃষ্টির কবলে পড়েছে দক্ষিণবঙ্গ। শুক্রবার কলকাতায় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি খুব বেশি হবে না। তবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই এলাকায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গে নয় রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.