Header Ads

আজ রাত ১১টা থেকে রবিবার পর্যন্ত বন্ধ অরবিন্দ সেতু । দেখে নিন বিকল্প রাস্তা।

নজরবন্দি ব্যুরোঃ আজ রাত ১১ টা থেকে রবিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে অরবিন্দ সেতু । কলকাতা পুলিশের তরফে জানান হয় যে সেতুর পরীক্ষা নিরীক্ষার জন্যই এই ব্যবস্থা ।ওই কদিন সেখান দিয়ে কোনও গাড়ি যাতায়াত করবে না। বিকল্প রাস্তা দিয়ে বাস মিনিবাস চলাচল করবে। দেখে নিন কোন পথ দিয়ে চলবে যানবাহন। উল্টোডাঙা মেন রোড দিয়ে চলাচলকারী বাসগুলি ভিআইপি রোড, লেক টাউন, যশোর রোড এবং আর জি কর রোড হয়ে যাবে।

অরবিন্দ সেতুর কাছে ক্যানাল ইস্ট এবং ওয়েস্টের মধ্যে সংযোগকারী খালের উপরে রয়েছে বেলি সেতু। ছোট গাড়ি এবং অটো ব্যবহার করবে ওই পথ। হাডকো মোড়ের দিক থেকে আসা ছোট গাড়ি ক্যানাল ইস্ট রোড দিয়ে ওই বেলি সেতু পার করে রাজা দীনেন্দ্র স্ট্রিটে যাবে। এছাড়া হাওড়া থেকে সল্টলেকগামী বাস কাঁকুড়গাছি, মানিকতলা, বিবেকানন্দ রোড হয়ে উল্টোডাঙা পৌঁছবে।
 চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও আহিরিটোলা থেকে যে সব বাস ও মিনিবাস অরবিন্দ সেতু হয়ে উল্টোডাঙা যায় সেগুলিকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, ভূপেন বোস অ্যাভিনিউ ধরে শ্যামবাজারে নিয়ে আসা হবে। সেখান থেকে সেগুলি সোজা আর জি কর রোড, পাতিপুকুর আন্ডারপাস হয়ে উল্টোডাঙার দিকে যাবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.