সহবাসের পর বিয়ে না করতে পারলে এখন তা আর অপরাধ নয়। রায় সুপ্রিম কোর্টের।
নজরবন্দি ব্যুরোঃ আমাদের সমাজে বিভিন্ন সময় দেখা যায় মহিলারা দাবী করেন সহবাসের পর পার্টনার আর বিয়ে করতে চাইছেন না। তখন সেই বেক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন অনেকে। কিন্তু এবার সুপ্রিম কোর্টের এক রায়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ অন্নরকম রায় দিলেন। রায়তে বলা হয় যে, প্রতিশ্রুতি ভাঙা আর মিথ্যে প্রতিশ্রতি দেওয়া এক নয়।
অভিযুক্ত ব্যক্তি যদি ভবিষ্যতে প্রতারণার পরিকল্পনা নিয়েই মিথ্যা প্রতিশ্রুতিতে সহবাসের সম্মতি আদায় করে, তবেই সেটা অপরাধ। কিন্তু বিয়ের পরিকল্পনা নিয়েও পরে কোনও কারণে সেই প্রতিশ্রুতিতে অনড় থাকতে না পারলে সেটি অপরাধ নয়। ভারতীয় দন্ডবিধির ৩৭৫ নং ধারায় বলা আছে। কোন পরিস্থিতিতে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে অভিযোগকারিণী কোন শর্তে সম্মতি দিয়েছেন সেটাও পেশ করতে হবে আদালতের কাছে।
কোন মন্তব্য নেই