ভারত-পাক সমস্যা দ্বিপাক্ষিক ভাবেই মেটাতে হবে। জানিয়ে দিল ফ্রান্স।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকার উল্টো পথে হাঁটলেন ফ্রান্স। প্রধান মন্ত্রী মোদী এখন ফ্রান্স সফরে। আর এই সফরের শুরুতেই কাশ্মীর নিয়ে কথা বলেন প্রধান মন্ত্রী আর তার পর মোদীকে পাশে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন বৃহস্পতিবার বলেছেন ভারত-পাক সমস্যা দ্বিপাক্ষিক ভাবেই মেটাতে হবে। এজন্য বাইরের কারও মধ্যস্থতার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ইমরান খানের উদ্দেশে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, পরষ্পরের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে ভারত-পাকিস্তানকে।
একইসঙ্গে দুই রাষ্ট্রনেতাই একমত হয়েছেন যে, এই ইস্যুতে কারওরই হিংসায় মদত দেওয়া উচিত নয়। প্রসঙ্গত ৩৭০ ধারা লোপের পর থেকেই আসরে নেমেছে পাকিস্তান। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এই নিয়ে আলোচনা ও বিরোধিতা করারা জন্য অনুরোধ উপরোধ করেছে পাকিস্তান এমনকি জাতীও নিরাপত্তা পরিশদেও অভিযোগ করেছিল পাকিস্তান কিন্তু কোথাও সেভাবে সুবিধা করতে পারেনি ভারতের এই প্রতিবেশী দেশটি। এবার ফ্রান্সের এই বক্তব্য ভারতের মতো কে আরও মজবুত করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
কোন মন্তব্য নেই