Header Ads

দলকে টেনে তুললেন অজিঙ্ক রাহানে।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বড় ভরাডুবির হাত থেকে ভারতকে রক্ষা করলেন অজিঙ্ক রাহানে। ফের একবার ফুটে উঠল টপ অর্ডারে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা। বেশ কিছুদিন ধরে সেভাবে রান পাচ্ছিলেন না রাহানে। বিশেষজ্ঞদের মধ্যে কেও কেও তো তাঁকে কেন দলে রাখা হচ্ছে গোছের মন্তব্য করছিলেন আর এরই মধ্যে ভারতের টপ অর্ডারের ভরাডুবি থেকে টেনে তুললেন তিনি। কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েলের গতির সামনে দাঁড়াতে পারেননি অগ্রবাল, পুজারা এবং বিরাট।
 এই পরিস্থিতিতে ভারতের ইনিংসকে সামলানোর দায়িত্ব ছিল রাহুল এবং রাহানের ওপরে। দুজন মিলে প্রাথমিক ধাক্কা সামলে দেন। কিন্তু ৪৪ রানের মাথায় আউট হয়ে যান রাহুল এর পর হাত কোলেন রাহানে। অসাধারণ সব স্ট্রোক খেলে নিজের শতরানের দিকে এগছিলেন ভারতের সহঅধিনায়ক কিন্তু দিনের তৃতীয় সেশনে বিহারির আউটের পর শতরান থেকে ১৯ রান দূরে দাঁড়িয়ে গ্যাব্রিয়েলের ডেলিভারিতে প্লেড অন হয়ে ফেরেন তিনি। দিনের শেষে পন্ত ২০ ও জাদেজা অপরাজিত রয়েছেন ৩ রানে। ভারত- প্রথম ইনিংস ২০৩/৬ (রাহানে ৮১, রোচ ৩৪/৩)

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.