Header Ads

ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ব্যাটিং কোচ নির্বাচনের জন্য গতকাল যে প্রক্রিয়া চলছিল তাতে ব্যাটিং কোচ বাঙ্গারের অপসারণ ছিল সময়ে অপেক্ষা। তাই নির্বাচকরা বিক্রম রাঠোর কে নতুন ব্যাটিং কোচ নির্বাচিত করছে । আন্তর্জাতিক ক্রিকেটে বেশি দিন স্থায়ী হতে পারেননি পঞ্জাব ও হিমাচলের হয়ে খেলার রাঠৌর। তিনি খেলেছেন মাত্র ৬টি টেস্ট এবং ৭টি ওয়ান ডে।
 তবুও তিনি হলেন ব্যাটিং কোচ। বাঙ্গার ও খুব বেশি টেস্ট বা ওয়ানডে খেলেননি। কিন্তু তার বিরুদ্ধে গিয়েছে ভারতের ব্যাটস ম্যানদের ব্যাটিং বার্থতা। এম এস কে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলীদের প্রকাশিত পছন্দের তালিকা অনুযায়ী এক নম্বরে রাঠৌর। দুই ছিলেন বাঙ্গার তিনে ইংল্যান্ডের মার্ক রামপ্রকাশ। তাই তাঁরা বেছেনিলেন ১ নম্বরে থাকা বিক্রম রাঠোরকেই।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.