হিমেশ রেশমিয়ার ছবিতে তাঁর সুরে বলিউডে গান গাইলেন রানাঘাটের ভাইরাল রাণু দি।
নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে ভাগ্যের মার দুনিয়ার পার। ভাগ্য মানুস্কে কোথায় নিয়ে যায় তার সব থেকে বড় উদাহরণ এই মুহূর্তে রানাঘাটের সেই ভবঘুরে মহিলা রানু মণ্ডল। ভাগ্য আর প্রতিভা থাকলে কাওকে দমিয়ে রাখা যায়না। তাই তো রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের আবদারে লতা মঙ্গেশকরের গান গাইতে থাকা রানু মণ্ডল আজ মুম্বাইতে হিন্দি ছবির প্লে ব্যাক করছেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। হাঁ কথাটা গল্পের মতো হলেও সত্যি।
‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ নামে হিমেশের একটি ছবি মুক্তির অপেক্ষায়। ছবিতে অভিনয় করেছেন সুরকার নিজেই। দ্বৈত চরিত্র রয়েছে তাঁর। ওই ছবিতেই প্লে ব্যাক করছেন রানু মণ্ডল। গাইছেন তেরি মেরি, তেরি মেরি কাহানি...। গায়ক ইমেশ রেশমিয়া তাঁর ট্যুইটারে রেকর্ডিঙের ভিডিও শেয়ার করে লিখেছেন তাঁর নিজের ছবি হ্যাপি হার্ডির জন্য গানের রেকর্ডিং করালেন তিনি।
কোন মন্তব্য নেই