Header Ads

রাজীব কুমারের পর এবার সারদা কাণ্ডে জেরার মুখে রাজ্যের আমালা অত্রি ভট্টাচার্য।

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে নিয়ে এখনো তদন্ত চলছে। আর এরই মধ্যে রাজ্যের আরও এক আমলা অত্রি ভট্টাচার্যকে নিয়ে তদন্ত শুরু করছেন সিবিআই। সূত্রের খবর বৃহস্পতিবার প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের দফতরে যায় সিবিআইয়ের তদন্তকারী দল। টানা ৩ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। আসলে সারদাকাণ্ডে সময়ে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব ছিলেন অত্রি। সারদার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো রাজ্য সরকারের বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনগুলি থেকে আয় করত সারদাগোষ্ঠী।
 কার নির্দেশে সরকারি বিজ্ঞাপন দেওয়া হতো সারদাগোষ্ঠীর সংবাদপত্রে, এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার চ্যানেলে টাকা গিয়েছিল সেই সময় ওই তহবিলে অন্য বেশ কিছু অর্থলগ্নি সংস্থা টাকা দান করেছিল বলে দাবি সিবিআইয়ের। সরকারি বাজেট থেকেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়া হয়েছিল। সিবিআইয়ের প্রশ্ন, দানের টাকায় চলা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কেন ওই চ্যানেলকে দেওয়া হল।তা অত্রির কাছে জানতে চান তদন্তকারারী।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.