Header Ads

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গে বিরাট করলেন এক গুচ্ছ রেকর্ড। কি কি জানুন।

নজরবন্দি ব্যুরোঃ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছিলেন ভারত অধিনায়ক। এবার তৃতীয় ম্যাচে ৯৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলার পর কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একটি বিশ্বরেকর্ড ছোঁয়ার পাশাপাশি আরও কয়েকটি নজির গড়েন বিরাট। পর পর দু'ম্যাচে শতরান তো করলেনই সেই সঙ্গে পেরিয়ে গেলেন রিকি পন্টিংকেও। এক দশকে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক এত দিন পর্যন্ত ছিলেন পন্টিং। ২০০০ থেকে ২০১০ পর্যন্ত করেছিলেন ১৮,৯৬২ রান। সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছেন বিরাট।
 অপরদিকে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোনও একটি প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে সব থেকে বেশি ৯টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের হাতে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন বিরাট কোহলি। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। বিরাটও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯টি ওয়ান ডে সেঞ্চুরি। আরও একটি রেকর্ড করেছেন বিরাট সেটি হল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে সব থেকে বেশি রান করা ক্রিকেটার হলেন বিরাট। তিনি টপকে গেলেন রামনরেশ সারওয়ানকে। সারওয়ান করেছিলেন ৭০০ রান আর বিরাট এখন পর্যন্ত করেছেন ৭৯০রান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.