Header Ads

দেশের তিন সেনা বাহিনীকে আরও মজবুত করতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'দেশের নিরাপত্তা বাহিনী আমাদের গর্ব। আমাদের বাহিনীর মধ্যে আরও ভাল সমন্বয়ের জন্য আজ একটি বিশেষ ঘোষণা করছি। এবার থেকে ভারতে একজন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস থাকবেন। নতুন এই পদ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। কি এই চিফ অফ ডিফেন্স? এটি আসলে মার্কিন ধাঁচে তৈরি একটি সামরিক পদ।

একাধিক বাহিনীর বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি দলের মাথার উপর থাকেন চিফ অফ স্টাফ। সঙ্গে থাকেন জয়েন্ট চিফ অফ স্টাফ। এর মাধ্যমে ওয়ান পয়েন্ট কমিউনিকেশন বা সরাসরি সংযোগের সুযোগ থাকে। তিন বাহিনীর মধ্যে যথাযথ সমন্বয়ের উদ্দেশে এই নতুন পদ তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে অভিজ্ঞ, দক্ষ, নির্বাচিত সেনা অফিসারদের নিয়ে তৈরি এই টিমের শীর্ষে থাকা পদাধিকারীর মাধ্যমেই সমস্ত অপারেশনের রিপোর্ট সরাসরি পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রকে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যবস্থার ফলে আগের চেয়ে অনেক সফল হবে তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.