মুক্তির অপেক্ষায় ছত্রধর মাহাতো।
নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতা দিবস কার্যত মুক্তির বার্তা নিয়ে এল ছত্রধর মাহাতোর কাছে। কারণ কলকাতা হাইকোর্ট গতকাল তার যাবত্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ১০ বছরের সাজা ঘোষণা করেছে । ২০০৯ সাল থেকে জেলে থাকার সুবাদে সেই ১০ বছরের কারাবাসের মেয়াদ ও প্রায় শেষের পথে । তাই তাঁর মুক্তি এখন সময়ের অপেক্ষা। পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধরের সঙ্গেই ওই সংগঠনের অন্য পাঁচ নেতার শাস্তি কমিয়ে দিয়েছে হাইকোর্ট।
রাজ্য প্রশাসন সূত্রের খবর, ছত্রধর এখন প্যারোলে আছেন। হাইকোর্টের কৌঁসুলিদের একাংশ জানান জেল হেফাজতে থাকাকালীন কোনও বন্দির বিচার চললে বিচারাধীন সময়টাও কারাবাসের মেয়াদের সঙ্গে যুক্ত হয়। সেই হিসেবে ছত্রধরদের ১০ বছরের কারাবাস প্রায় শেষ। কারণ ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে জেলে আছেন তিনি। তাঁদের স্থায়ী মুক্তি কবে হবে সেটা ঠিক করবে রাজ্য প্রশাসন।

No comments