এটিএম কার্ড হোল্ডারদের জন্য নতুন নিয়ম করলো রিজার্ভ ব্যাংক। জেনেনিন কি নিয়ম।
নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্ক উত্সাহ দিচ্ছে যতটা সম্ভব ব্যাংক শাখায় না গিয়ে নেট বাঙ্কিং বা এটিএম এর মাধ্যমে বাঙ্কের কাজ মিটিয়ে নিন গ্রাহকরা। কিন্তু সেখানে যখন মানুষ যাচ্ছেন তখন বাঁধা পড়ছেন নিয়মের জালে। কারণ মাসে ৮ টির বেশি লেনদেন করতে গেলেই তার জন্য চার্জ কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাংক।বিভিন্ন যায়গাতে এর নিয়ম বিভিন্ন রকম ফলে এই নিয়ে ক্ষোভ ছিল গ্রাহকদের মধ্যে। এবার তাই নিখরচার এটিএম লেনদেনের সংখ্যা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিল রিজার্ভ ব্যাংক। এবার থেকে নির্দিষ্ট সংখ্যা পেরোলেও যদি ওই সব লেনদেনে টাকা না ওঠে তাহলে তার জন্য চার্জ দিতে হবে না গ্রাহককে।
বর্তমানে মেট্রো শহরে মাসে নিজস্ব ব্যাঙ্কের এটিএমে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিমে ৩টি লেনদেন নিখরচায় (ফ্রি ট্রানজ্যাকশন) করতে পারেন গ্রাহক। যান্ত্রিক গোলোযোগ ছাড়াও ব্যালান্স এনকোয়ারি, ফান্ড ট্রান্সফার, চেকবুক পাওয়ার আবেদন বা কর জমা দিলে সেই ট্রানজাকশন গোনা হবে না। যার ফলে কার্যত এখন থেকে নিখরচায় আরও বেশি এটিএম লেনদেনের সুবিধা গ্রাহকেরা পাবেন বলে মনে করছে ব্যাঙ্কিং মহল।

No comments