মুক্তি পেল নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে সৃজিতের নতুন ছবির টিজর।
নজরবন্দি ব্যুরোঃ বাঙালির মজ্জায় মজ্জায় যাঁকে নিয়ে আবেগের লাভা স্রোত বয়ে যায় সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে নতুন ছবি তৈরি করতে চলেছেন সৃজিত মুখার্জি। ছবির নাম “গুমনামি”।
ইতিহাসের একাধিক অধ্যায় আর তার আড়ালে থাকা নানা বিধ বিষয়কে সঙ্গে নিয়েই সৃজিত পরিচালিত ও প্রসেনজিত্ অভিনীত এই ছবির নয়া টিজার প্রকাশ্যে। দেখুন ।
ইতিহাসের একাধিক অধ্যায় আর তার আড়ালে থাকা নানা বিধ বিষয়কে সঙ্গে নিয়েই সৃজিত পরিচালিত ও প্রসেনজিত্ অভিনীত এই ছবির নয়া টিজার প্রকাশ্যে। দেখুন ।

No comments