Header Ads

এবার হবে “কন্যাশ্রী কলেজ” ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার। তাই এবছর পালিত হল বিশেষভাবে। আর এই দিবসে বুধবার নজরুল মঞ্চ থেকে রাজ্যের স্কুল ছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ‘কন্যাশ্রী কলেজ’। তিনি বলেন ‘এবার জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ চালু করব। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এবার কলেজের প্রয়োজন’। এদিন নজরুল মঞ্চে বিভিন্ন জেলার কন্যাশ্রী মেয়েরা হাজির ছিল। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পে এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।
 যাতে ক্ষমতায়ন হয়েছে ৬০ লক্ষেরও বেশি মেয়ের। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন ‘সব ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ভাষাকে অবশ্যই ভুলে যাবেন না। তার কারণ, বাংলা হচ্ছে মাতৃভাষা। আমরা বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু বাংলা ভাষাকে ভুলে যাই না। তিনি আরও বলেন যারা ইংরেজি মাধ্যম স্কুলে পরো আর যারা বাংলা মাধ্যম স্কুলে পরো তাঁদের মধ্যে নীচু-উঁচু ভাব যেন না থাকে’। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সহ অনন্যরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.