Header Ads

আসছে 'ভুলভুলাইয়া-২',অক্ষয় এর বদলে এবার কার্ত্তিক আরিয়ান।

নজরবন্দি ব্যুরোঃ ১২ বছর আগে বক্স অফিসে ব্যাপক ভাবে হিট হয়েছিল অক্ষয় কুমারের 'ভুলভুলাইয়া'। জনপ্রিয়তা পেয়েছিল তাঁর চরিত্রও। এবার পরিচালক প্রিয়দর্শন আনছেন তাঁর প্রথম সুপারহিট ছবি ‘ভুলভুলাইয়া’-র সিক্যুয়েল। ছবির নাম 'ভুলভুলাইয়া-২'। ছবিতে এবার অক্ষয় কুমারের জায়গাতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফাস্ট লুক। ছবির গল্পে থাকবে নতুন মোচর। তবে নতুন ছবিতে অক্ষয়ের লুকের সঙ্গে সামঞ্জস্য রেখেছেন কার্তিকের লুকের। কিন্তু কে করছেন মঞ্জুলিকার চরিত্র? না সে ব্যাপারে কোন কথা বলতে চাননি পরিচালক প্রিয়দর্শন। তবে এই ছবির নায়ক কার্ত্তিক অভিনয়ে অক্ষয়কে ছারিয়ে যেতে পারে সেদিকে চোখ থাকবে দর্শকদের। আর থাকবে গানের দিকে। কারণ প্রথম ছবির গান কিন্তু ছিল হিট। দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে।
https://www.instagram.com/p/B1Vg3uqF8ng/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.