চলে গেলেন প্রখ্যাত সুরকার মহম্মদ জাহুর খৈয়াম হাশমি।
নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাত সাড়ে ৯ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত সুরকার “পদ্মভূষণ” প্রাপ্ত মহম্মদ জাহুর খৈয়াম হাশমি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কয়েক দিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি হন খৈয়াম। রবিবারই ৯২ বছরে পা দেন খৈয়াম। জন্মদিনের পরদিনই তাঁর প্রয়াণ দুঃখজনক বলে জানিয়েছেন অনেকে। লতা মঙ্গেশকর-সহ একাধিক বলিউড শিল্পীরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
লতা মঙ্গেশকর লিখেছেন, ‘সংগীতের একটা যুগ শেষ হয়ে গেল’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে শোকবার্তা জানিয়েছেন। লিখেছেন ‘অনেক ভাল গান ও সুরের জন্য তাঁকে মনে রাখবে আসমুদ্রহিমাচল’। তাঁর মানবিকতার জন্যও খৈয়ামকে সবাই ভালবাসত। উমরাও জান, কভি কভি, নুরি, রাজিয়া সুলতান, বাজার এর মতো ছবিতেও সুর দিয়েছেন তিনি। তিনি চলে গেলেও তাঁর সুর দেওয়া গান চির স্মরণীয় হয়ে থাকবে মানুষের মনে।
কোন মন্তব্য নেই