Header Ads

শিক্ষক ও সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বুদ্ধিজীবীরা।

নজরবন্দি ব্যুরোঃ সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছেন পার্শ্ব শিক্ষকরা। তার জন্য বিভিন্ন জায়গাতে ধর্না, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। সম্প্রতি কল্যাণীতে এই আন্দোলন ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে শিক্ষকরা। পার্শ্বশিক্ষকদের ব্যাপক মারধর করে পুলিস। মহিলা শিক্ষিকাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ।
 চিঠিতে শান্তিপূর্ণ উপায়ে হওয়া শিক্ষক বিক্ষোভে অগণতান্ত্রিক উপায়ে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতে সুবোধ মল্লিক স্কোয়ারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম শিক্ষকদের অনশন ধর্মঘট পুলিশ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন তাঁরা। এছারাও দমদমে নাট্য কর্মী শুভঙ্কর দাস শর্মার ওপর হামলারও নিন্দা করা হয়েছে। এই চিঠিতে সই করেছেন অপর্ণা সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.