Header Ads

৩৫৪ কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনে রাতুল পুরী।

নজরবন্দি ব্যুরোঃ আবার ব্যাংক জালিয়াতি।এবার ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনে রাতুল পুরী। সোমবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকরা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ৩৫৪ কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ জানান তাঁর নামে। একই মামলায় রাতুল, তাঁর মা নীতা পুরী ও দীপক পুরী-সহ অন্যদের নামে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।
 সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছিল যে রাতুল পুরী ও ইলেকট্রনিক সংস্থা মোজার বিয়ারের চার ডিরেক্টর ৩৫৪ কোটি টাকা জালিয়াতি করেছেন। তারপরই আলাদা ভাবে তদন্তে নামে ইডি ও সিবিআই। শুধু তাই নয় রাতুল পুরীর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। ৩৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার কেনায় ঘুষ নেওয়া অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.