Header Ads

কতটা অসুস্থ অমিতাভ? জানালেন নিজে মুখে।

নজরবন্দি ব্যুরোঃ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁর অভিনয়, নাচ, কথা বলার স্টাইল গোটা পৃথিবীর সিনেমা প্রেমী মানুসদের বুঁদ করে রেখেছে এখনও। সেই অভিনেতা ভিতর থেকে যে কতটা অসুস্থ তা তিনি নিজেই জানালেন। তাঁর অসুস্ততার কথা শুনলে তাঁর ভক্তদের মন খারাপ হয়ে যাবে। এক অনুষ্ঠানে তিনি জানান তাঁর লিভারের ৭৫% নষ্ট হয়ে গিয়েছে।
২৫% ওপর তিনি বেঁচে আছেন। তিনি বলেন 76 বছরে আমার জীবনে অনেক কিছু হয়ে গিয়েছ। যক্ষ্মা এবং হেপাটাইটিস আরও অনেক কিছু। তিনি জানান যক্ষ্মার প্রতিকার আছে। যখন শরীর খারাপ হতে শুরু করে তখন তিনি জানতেন না যে তার শরীরে যক্ষ্মার জীবাণু আছে। তাই তিনি বলেছেন শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার ওপর বিশেষ নজর দেওয়া উচিৎ সকলের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.