প্রাক্তন সাংসদদের দিল্লীর আবাসন ছেড়ে দিতে ৭ দিন সময় দিল সরকার।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা অধিবেশন ভঙ্গ করা হয়েছে গত ২৫ মে। সপ্তদশ লোকসভা অধিবেশন শুরু হয়েছে প্রায় ২ মাস হতে চলেছে কিন্তু অবাক করারা মতো বিষয় হল গত লোকসভা নির্বাচনে জিতে আশা সাংসদরা যারা এই লোকসভা নির্বাচনে জিতে আসতে পারেননি সে সমস্ত প্রাক্তন সাংসদরা তাঁদের দিল্লীতে থাকার আবাসন গুলি ছাড়তে চাইছেন না, ফলে নতুন নির্বাচিত সাংসদরা এখন দিল্লীতে থাকার আবাসন পাচ্ছেন না।
এই ঘটনা নাকি বহু বছর ধরে চলে আসছে। এই কারণে সরকার এক কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার হাউজিং কমিটির চেয়ারম্যান সিআর পাটিল জানিয়েছেন সরকারি আবাসন ছেড়ে দেওয়ার জন্য প্রাক্তন সাংসদদের ৭ দিনের সময় দেওয়া হয়েছে। তবে তিনদিনের পর থেকেই আবাসনগুলিতে বিদ্যুত্ ও জল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন “লোকসভার নতুন অধিবেশন শুরু হওয়ার পর নতুন সাংসদরা দিল্লিতে আসতে শুরু করেছেন। দিল্লিতে বাসস্থান পেতে তাঁদের সমস্যা হচ্ছে। এখন আর সেই সমস্যা থাকবে না”।
কোন মন্তব্য নেই